মনপুরা দ্বীপ: ২ দিন & ৩ রাত
মনপুরা বাংলাদেশের ভোলা জেলার একটি বিছিন্ন দ্বীপ। দ্বীপের তিন দিকে মেঘনা নদী আর দক্ষিণে বঙ্গপোসাগর। প্রাকৃতিক সৌন্দর্যের অপরুপ সাজে সজ্জিত এক লীলাভূমিও বটে।
বাংলাদেশের বৃহওম দ্বীপ ভোলা জেলার মুল ভুখন্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা। রাক্ষুসে মেঘনার কোল ঘেসে জেগে ওঠা তিন দিকে মেঘনা আর একদিকে বঙ্গোপসাগর বেষ্টিত অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের অপরুপ সাজে সজ্জিত লীলাভূমি মনপুরা।এখানে সকাল বেলার সুর্য যেমন হাঁসতে হাঁসতে পুর্বদিকে ডিমের লাল কুসুমের মত উদিত হতে দেখা যায়, তেমনি বিকেল বেলাতেও আকাশের সিঁড়ি বেয়ে লাল আভা ছড়াতে ছড়াতে পশ্চিম আকাশে মুখ লুকায়।মনপুরা এসেই সুর্যোদয় ও সূর্যাস্ত প্রত্যক্ষ করা যায়।
Destination
Departure
Dhaka. Bangladesh
ভ্রমণ শুরু:
ভ্রমণ পরিকল্পনা:
প্যাকেজে যা যা অন্তর্ভুক্ত
- রাতের লঞ্চে মনপুরা (টিপু-৫ / পানামা,অথবা এম ভি ফারহান লঞ্চ)।
- লঞ্চের কেবিনে থাকা।
- লঞ্চে ডিনার ।
- রামনেওয়াজ লঞ্চ ঘাট থেকে মনপুরা।
- সকালের নাস্তা।
- মনপুরা দ্বীপ ঘুরে দেখা।
- রাতে হোটেলে বা ডাক বাংলোতে থাকা।
- মনপুরা- ঢাকা লঞ্চের কেবিনে করে ফেরা।
- লঞ্চে ডিনার।
প্যাকেজে যা যা অন্তর্ভুক্ত নয়
- কোন ব্যক্তিগত খরচ।
- কোন ঔষধ।
- কোন ধরণের বীমা।
- লঞ্চের ভিতরে হালকা ও রাতের খাবার।
- যাত্রা বিরতির খাবার।
- ব্যক্তিগত খরচ যেমন লন্ড্রি, টেলিফোন কল, মিনারেল ওয়াটার।
প্রযোজ্য বিষয়সমূহ
- প্রথমেই একটি ভ্রমণ পিপাসু মন থাকতে হবে।
- যেহেতু নিঝুম দ্বীপ এর থাকা,খাওয়া ও যাতায়াতের সেবা খুবই সীমাবদ্ধ, বিষয়টা মাথায় নিয়ে ভ্রমণ করতে হবে।
- ভ্রমণকালীন যে কোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করতে হবে।
- ভ্রমণ সুন্দর মত পরিচালনা করার জন্য সবাই আমাদেরকে সর্বাত্মক সহায়তা করতে হবে।
- অবস্থার পরিপ্রেক্ষিতে যে কোন সময় সিদ্ধান্ত বদলাতে পারে ।
- যে কোন শর্তাবলী প্রযোজ্য ।
যা যা নিয়ে আসবেন
রেইনকোট/ছাতা, হাঁটার স্লিপার জুতা, সূর্য থেকে সুরক্ষার জন্য হ্যাট / ক্যাপ, সান -বাম লোশন, রোদ চশমা, ক্যামেরা , জরুরী ঔষধ,পতঙ্গনাশক ক্রীম, পানির বোতল, গামছা ইত্যাদি।
Prices
- খরচ: ৪৮৯৯ টাকা জনপ্রতি।
নিবন্ধন
শুক্রবার ছাড়া যে কোন দিন অফিস সময়ে নিবন্ধন করতে পারবেন ।
সতর্কতা
খাবারের অবশিষ্ট বা উচ্ছিষ্ট অংশ, চিপসের প্যাকেট, সিগারেটের ফিল্টার, পানির বোতলসহ অন্যান্য আবর্জনা পার্কের ভিতরে ট্যুর বা ভ্রমণ স্থানে অথবা যেখানে সেখানে না ফেলে নিদিষ্ট স্থানে বা ব্যাকপ্যাকে করে সাথে নিয়ে আসুন। মনে রাখবেন, প্রকৃতির এই সৌন্দর্যকে টিকিয়ে রাখার দায়িত্ব আমাদেরই।
Accomodation0%
Destination0%
Meals0%
Overall0%
Satisfaction0%
Transport0%
Value For Money0%